Posts

Showing posts from December, 2021

জন্মদিন পালন ও আমাদের করণীয়

Image
  যারা খুব আয়োজন করে জন্মদিন উদযাপন ও জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন, তাদের জন্য সংগৃহীত একটি উপদেশনামা: এক. জন্মদিনে কি শুভেচ্ছা জানানোর কথা, নাকি সতর্কবার্তা দেয়ার কথা? ধরুন আপনি পাঁচশত টাকার মালিক। এর মধ্য থেকে একশত টাকা হারিয়ে ফেললেন। তখন কি কেউ আপনাকে অভিনন্দন দেবে? তিন ঘন্টার পরীক্ষায় প্রত্যেক ঘন্টা পর পর যে ঘন্টার ধ্বনি বাজানো হয় তা কি শুভেচ্ছা বার্তা? নাকি পরীক্ষার্থীর জন্য সতর্কবার্তা? সময় যত শেষের দিকে আসে প্রত্যবেক্ষকগণ ততই সতর্ক করতে থাকেন। আর ১৫ মিনিট.. আর ৫ মিনিট... লাস্ট মিনিট...। এভাবে পরীক্ষার্থীকে বার বার সতর্ক করা হয়। অথচ জন্মদিনে আমরা করছি উল্টোটা। *দুই.*  পরীক্ষার হলে যতই সময় শেষ হতে থাকে পরীক্ষার্থী কি ততই উৎফুল্ল হতে থাকে? নাকি ততই সে আরো সতর্ক হয়ে দ্রুত লেখা শেষ করার দিকে ধাবিত হয়? জীবনের এ পরীক্ষার সময় শেষ হওয়ায় তো দুনিয়ার পরীক্ষার চেয়ে হাজারোগুণ বেশি টেনশন করার কথা। কারণ, এ পরীক্ষায় তো কোন ইমপ্রুভমেন্ট দেয়ার সুযোগ নেই। নতুন করে পরীক্ষা দেয়ার সুযোগ নেই। এ পরীক্ষার ফল জান্নাত অথবা জাহান্নাম। এ রেজাল্টের বিকল্প অন্য কোন ব্যবস্থা বেছে নেয়ার সুযোগ নেই। য...